চাঁপাইয়ে ভ্যানচালককে বাঁচাতে গিয়ে গাছে ধাক্কা, আহত ৪

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের সিসিডিবি মোড় এলাকায় এক ভ্যানচালককে বাঁচাতে গিয়ে গাছে ধাক্কা দিয়েছে শ্যামলী পরিবহনের একটি বাস। এতে ভ্যানের এক যাত্রীসহ চালক ও বাসের দুই যাত্রী আহত হয়েছে।
রোববার সকাল ৭টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের সিসিডিবি মোড় এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা, পুলিশ, হাসপাতাল ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান হঠাৎ করেই সড়কের উপরেই গাড়ি ঘুরাতে যায়।
এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসটি ভ্যানচালককে বাঁচাতে গিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা দেয়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।