ঢাকা | জুলাই ১৭, ২০২৫ - ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম

আত্রাইয়ে ধর্ষণ চেষ্টা মামলার আসামিসহ পাঁচজন গ্রেপ্তার

  • আপডেট: Sunday, June 22, 2025 - 11:57 pm

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধায় তাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওবাইদুল করিম জানান, গত শুক্রবার রাতে উপজেলার সৈয়দপুর গ্রামে একটি মাদ্রাসায় গভীর রাতে ওই মাদ্রাসার জনৈক শিক্ষার্থী (১২) কে ধর্ষনের চেষ্টা করে মাদ্রাসার সুপার নুরনবী (৪৫)।

এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে গত শনিবার দুপুরে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে থানা পুলিশ সন্ধায় অভিযান চালিয়ে মাদ্রাসা সুপার নুরনবীকে গ্রেফতার করে। গ্রেপ্তার নুরনবী আত্রাই উপজেলার বাঁকা গ্রামের মীর আকবর আলীর ছেলে।

এছাড়া একই রাতে উপজেলার পতিসর গ্রামে অভিযান চালিয়ে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা অনুযায়ী ওই গ্রামের জতেন বাঁশ ফোর স্ত্রী পার্বতী বাঁশ ফোর, জতেনের মেয়ে মাধবী বাঁশ ফোর ও ছেলে রাজন বাঁশ ফোরকে গ্রেপ্তার করা হয়েছে।

একই রাতে উপজেলার মহনঘোষ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রুবেল প্রামানিককে আদালতের পরোয়ানা অনুযায়ী গ্রেপ্তার করা হয়। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান,  গ্রেপ্তারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।