নগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ গ্রেপ্তার ১৬ জন

স্টাফ রিপোর্টার: নগরীতে বিশেষ অভিযানে ১জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৬ জন গ্রেপ্তার হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৫ জন গ্রেপ্তার হয়েছে।
যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৭ জন ও অন্যান্য অপরাধে ৮ জন। বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মিজানুর রহামান (৩৫) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ আদর্শগ্রামের মন্টু রহমানের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।