ঢাকা | জুলাই ১৫, ২০২৫ - ৯:৫৫ অপরাহ্ন

শিরোনাম

মহাদেবপুরে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

  • আপডেট: Saturday, June 21, 2025 - 11:23 pm

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে গলায় ফাঁস দিয়ে আশা খাতুন (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

শনিবার সকালে ওই কিশোরীর খালু ফাজিলপুর গ্রামের মাসুদ রানার বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, আশা খাতুন উপজেলার বাগডোব গ্রামের বাহাদুর আলীর মেয়ে।

তবে ছোটবেলা থেকেই সে ফাজিলপুরে খালুর বাড়িতে বসবাস করতো। ঈদের কয়েকদিন আগে পারিবারিকভাবে তাকে বিয়ে দেওয়া হয়। এ বিয়ে নিয়ে কোনো অশান্তির কারণেও আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।