ঢাকা | জুলাই ১৪, ২০২৫ - ৮:৫৫ অপরাহ্ন

শিরোনাম

রাসিকের কর আদায়কারী বাবলুর বিদায় সংবর্ধনা

  • আপডেট: Thursday, June 19, 2025 - 12:26 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের কর আদায়কারী বাবলুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার নগর ভবনের সিটি হল সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাসিকের সচিব রুমানা আফরোজ।

রাসিকের ট্যাক্স কর্মকর্তা ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ও প্রধান  রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ। অনুষ্ঠানে বিদায়ী কর আদায়কারী বাবলুর রহমানকে রাজস্ব বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।