ভোক্তা অধিকারের অভিযানে লালপুরে ৫০ হাজার টাকা জরিমানা
লালপুর (নাটোর) প্রতিনিধি: নিয়মিত তদারকির অংশ হিসেবে নাটোরের লালপুরে অভিযান চালিয়ে নাজমুল সুপার আইসক্রিম নামের এক আইসবার প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (নাটোর) এর সহকারী পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের ভ্রাম্যমাণ আদালত উপজেলার অমৃতপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন।
এসময় ঘনচিনি (নিষিদ্ধ সোডিয়াম সাইক্লোমেট) মিশিয়ে আইসবার তৈরি ও সাধারণ ভোক্তাদের প্রতারিত করতে ভুয়া মোড়ক ব্যবহার করে আইসবার বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪২ ধারা অনুযায়ী নাজমুল সুপার আইসক্রিম নামের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান।
এসময় তিনি আরো বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করে জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল।











