ঢাকা | জুলাই ১৬, ২০২৫ - ১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম

নওগাঁয় দুই চাচাতো ভাইকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, June 17, 2025 - 11:52 pm

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে দুই চাচাতো ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম শরীফুল ইসলাম (৪৫)।

নিয়ামতপুরের বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে তার বাড়ি। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়। গতকাল মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে র‌্যাব জানায়, বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের (৪০) সঙ্গে প্রতিবেশী কাশেম হাজী ও তাঁর ছেলে লাল চান, আজিজার, শফিকুল ও মুক্তারের বিরোধ চলছিল। গত ৯ এপ্রিল মেহগনি গাছ কাটা নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি হয়। এর জের ধরে পরদিন ১০ এপ্রিল সকালে আসামিরা শরিফুল ইসলামকে পিটিয়ে হত্যা করে।

বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন তার চাচাতো ভাই আজিজুল ইসলাম (৩৫) এগিয়ে গেলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে তিনিও মারা যান। র‌্যাব জানায়, এ ঘটনায় ৬১ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়।

আসামিদের গ্রেপ্তারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও ছায়াতদন্ত শুরু করে। র‌্যাবের চেষ্টায় রাজশাহীর মোহনপুর থেকে আসামি শরীফুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ামতপুর থানায় দেওয়া হয়েছে।