ঢাকা | জুলাই ১৬, ২০২৫ - ১:৩৯ অপরাহ্ন

শিরোনাম

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট: Monday, June 16, 2025 - 10:51 pm

পাবনা প্রতিনিধি: পাবনায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

সোমবার দুপুরে পাবনা সদর উপজেলার চর-ভাড়ারা গ্রামে সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ভাড়ারা, চর ভাড়ারা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র।

এই বালু বহরকারী ভাড়ী ট্রাক চলাবলের ফলে গ্রামের প্রতিটি সড়ক খানাখন্দে ভরে গেছে। একটি স্বার্থান্বেষী মহল এই বালু উত্তোলন করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

আর দুর্ভোগ পোহাচ্ছে এলাকার সাধারণ মানুষ। বালু উত্তোলনকারীদের নিষেধ করলে দেখানো হয় ভয়-ভীতি। অবিলম্বে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।