ঢাকা | জুলাই ১৪, ২০২৫ - ৯:৪৫ পূর্বাহ্ন

নন্দনগাছি স্টেশনে থামবে ঈশ্বরদী কমিউটার

  • আপডেট: Monday, June 16, 2025 - 10:36 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি স্টেশনে আজ মঙ্গলবার থেকে ঈশ্বরদী কমিউটার ট্রেনটি থামবে। ঈশ্বরদী-রহনপুর-ঈশ্বরদী রুটে চলাচলকারী এই ট্রেনটির দুই মিনিট যাত্রাবিরতি দেওয়া হয়েছে নন্দনগাছিতে।

সোমবার পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এর আগে গত ১১ জুন এই স্টেশনের সংস্কার ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এতে প্রায় দুই ঘন্টা রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ ছিল। আটকে পড়েছিল চারটি ট্রেন।

পরে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ গিয়ে অবরোধ প্রত্যাহারের ব্যবস্থা করেন। তিনি বলেছিলেন, ১৯ বা ২০ জুনের মধ্যে দাবি আদায় না হলে নন্দনগাছি দিয়ে কোনো ট্রেন যেতে দেয়া হবে না।