ঢাকা | সেপ্টেম্বর ২৩, ২০২৫ - ৬:৩৯ অপরাহ্ন

রাণীনগরে পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার

  • আপডেট: Monday, June 16, 2025 - 11:04 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, মাদক মামলার পলাতক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল রায়হান হাফিজ জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঘটনায় উপজেলার কাটরাসিন গ্রামবাসী রাজু আহম্মেদ নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে। রাজু ওই গ্রামের আফজাল প্রামানিকের ছেলে।

এছাড়া ওই রাতে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া আদালতের পরোয়ানা অনুযায়ী চকমুনু গ্রামের জিয়াদুল শেখের স্ত্রী নুরজাহান বিবিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।