ঢাকা | জুলাই ১৪, ২০২৫ - ১:৪৩ পূর্বাহ্ন

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্রের ঝাঁক ছুড়েছে ইরান

  • আপডেট: Monday, June 16, 2025 - 12:31 am

সোনালী ডেস্ক: ইসরায়েলি সরকারের সামরিক লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে অপারেশন ‘ট্রু প্রমিজ থ্রি’-এর অংশ হিসেবে একটি নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী।

রোববার ইরানের মেহের নিউজ জানিয়েছে, নতুন ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি শহরগুলোতে সাইরেন বাজানো হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, অধিকৃত অঞ্চলের তেল আবিব, আশকেলন এবং হাইফা শহরগুলোকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্রের নতুন ঝাঁকটি ছোড়া হয়েছে।

শুক্রবার ইরানের মাটিতে হামলার পর ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান। আগের হামলাগুলো তেল আবিব, হাইফা এবং অধিকৃত অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চালানো হয়েছিল। হিব্রু ভাষার সংবাদমাধ্যমও জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো হাইফা এবং টাইবেরিয়াসে আঘাত করেছে।