ঢাকা | জুলাই ১৪, ২০২৫ - ৯:৩৫ অপরাহ্ন

শিরোনাম

পদ্মার চরে অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার

  • আপডেট: Sunday, June 15, 2025 - 11:26 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পদ্মার চরে অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মমিনুজ্জামান। জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় উপজেলার দক্ষিণ লালপুরে পদ্মার চরে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ লালপুর গ্রামের  অমিত ব্যাপারীর ছেলে সুখ চাঁদ ব্যাপারী (২৬), ফারুক হোসেনের ছেলে মারুফ হোসেন (১৯), আইয়ুব আলীর ছেলে সজীব ইসলাম (২২), ছবির শেখের ছেলে রাজন শেখ (১৯), আক্কাসের ছেলে সালাম (৩৮), আলম চানের ছেলে সবুজ (২৫),  বদরুল ইসলামের ছেলে রকি খান (২৫) ও জোতদৈবগী গ্রামের খালেক মোল্লার ছেলে জাকির মোল্লা (২০)।

এ সময় নগদ ২৯ হাজার ৭৪০ টাকা জব্দ করেন তারা। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মমিনুজ্জামান বলেন, আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।