ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ২:০৪ অপরাহ্ন

শিরোনাম

আবৃত্তি পরিষদের আষাঢ়স্য প্রথম দিবসের কবিতা আবৃত্তি

  • আপডেট: Sunday, June 15, 2025 - 11:01 pm

স্টাফ রিপোর্টার: প্রতিবছরের ন্যায় রোববার পদ্মা মঞ্চে অনুষ্ঠিত হয়েছে আষাঢ়স্য প্রথম দিবসের আবৃত্তি অনুষ্ঠান। অনুষ্ঠাটি উপস্থাপন করেন প্রতিষ্ঠাতা সদস্য মনিরা মিঠি।

রবীন্দ্রনাথের কবিতা অবৃত্তি করেন বিশিষ্ট অভিনেতা আরমান পাভেজ মুরাদ, মেদ বালিকার জন্য রুপকথা পরিবেশন করেন আলম হাবিব, মেঘ বলতে আপত্তি কি পরিবেশন করেন প্রত্যাশা, মুস্তাফিজুর রহমান, মাসুদ রানা, অনেষা, সায়ন্ত, মানহা, সানায়া, দৃশি, শিশু শিল্পিদের বৃন্ত আবৃত্তি পরিবেশনা দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

পরিবেশনায় অংশ নেয় শিশু, কিশোর-কিশোরী ও সাধারণ সদস্যরা।