ঢাকা | জুলাই ৫, ২০২৫ - ৬:৪৬ অপরাহ্ন

অবিশ্বাস্যভাবে জীবিত রমেশ

  • আপডেট: Friday, June 13, 2025 - 12:10 am

সোনালী ডেস্ক: আহমেদাবাদে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার পর যখন ধারণা করা হচ্ছিল কেউ বেঁচে নেই; তখন এক ভিডিও সবাইকে চমকে দিয়েছে। পুলিশের ‘কেউ জীবিত নেই’  ঘোষণার ঘণ্টা দুয়েকের মধ্যেই আহমেদাবাদ পুলিশ নিশ্চিত করে, একজন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন।

ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটির ১১/এ নম্বর সিটের যাত্রী রমেশ (৩৮) খুঁড়িয়ে হাঁটছেন। তাঁর গায়ে সাদা টি-শার্ট ও কালো প্যান্ট, যা খানিকটা ধুলো-ময়লা ও রক্তমাখা। তিনি হেঁটেই অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যান। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁর কাছে অন্য যাত্রীদের অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছিলেন। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইটটিতে ২৪২ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি আছড়ে পড়ে। জানা গেছে, বিমানটি প্রায় ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ নিচে নামতে শুরু করে।

পাইলট থেকে একটি ‘মে ডে’ (গধুফধু) সংকেত পাওয়ার পরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই আকাশে এক বিশাল আগুনের গোলা বিস্ফোরিত হয়, যার কালো ধোঁয়ার কুণ্ডলী কয়েক মাইল দূর থেকেও দেখা যায়।