ঢাকা | জুলাই ১৪, ২০২৫ - ৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম

যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবক

  • আপডেট: Wednesday, June 11, 2025 - 11:36 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরের যমুনা নদীর তীরে ঘুরতে এসে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন এক যুবক। নিখোঁজ ওই যুবকের নাম মেরাজুল ইসলাম তমাল (১৮)। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের হারুনার রশিদের ছেলে এবং স্থানীয় ক্যান্টমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। নিখোঁজ মেরাজুলকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম।

নিখোঁজ মেরাজুলের বাবা হারুনার রশিদ জানান, বুধবার বিকাল ৪টায় পরিবারের সাথে যমুনায় ঘুরতে এসে তার ছেলেসহ আরো তিনজন মেঘাই ১ নম্বর স্পারের দক্ষিণে গোসল করতে নামে। সেখানে প্রচুর স্রোত থাকায় সাঁতরে তিনজন উঠলেও মেরাজুল উঠতে পারেননি।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ঘটনা জানার পরেই আমরা ডুবুরিদলকে কল করে নিয়ে আসি। যেখানে ডুবে গেছে সেখানে পানির তীব্র স্রোত রয়েছে। এখনো অনুসন্ধান অব্যাহত রয়েছে।