রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০৫ ব্যাচের ২০ বছর পূর্তিতে পুনর্মিলনী
 
		স্টাফ রিপোর্টার: গত ৮ জুন রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০৫ এসএসসি ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকাল সাড়ে পাঁচটায় রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০৫ ব্যাচের শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে একত্রিত হয়ে, রিইউনিয়নের সুভেনীর গিফট আইটেমস সংগ্রহ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন।
র্যালিটি শহরের সাহেব বাজার জিরো পয়েন্ট, নিউ মার্কেট, রেলগেট, ভদ্রা সড়ক প্রদক্ষিণ শেষে মূল অনুষ্ঠানের স্থল নগরীর কাদিরগঞ্জে অবস্থিত শাহ্ ডাইনিং কনভেনশন হলে গিয়ে শেষ হয়।
পরে আমন্ত্রিত রাজশাহী কলেজিয়েট স্কুলের সাবেক ও বর্তমান সম্মানিত শিক্ষকবৃন্দ ও ১৫২ এরও বেশি সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলোয়াত, পবিত্র গীতা পাঠ এবং জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠান শুরু হয়।
আমন্ত্রিত সম্মানিত শিক্ষকবৃন্দ ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং স্মৃতিচারণ করেন।
দেশের বাইরে অবস্থানরত ২০০৫ শিক্ষার্থীদের মধ্যে আনজির করিম অমি, ইশতিয়াক মাহমুদ সঙ্গী, মাওলা বক্স মিশুক, এস কে আলিমুজ্জামান নবীন তাদের রেকর্ডকৃত শুভেচ্ছা বার্তা ডিজিটাল স্কিনের মাধ্যমে সবার কাছে প্রদর্শন করা হয়।
এছাড়াও ২০০৫ ব্যাচের সাবেক প্রয়াত শিক্ষার্থী লাইক আনোয়ার, ফিরোজ আহমেদ তপু, শফিক সাব্বির জয়, গোলাম মুক্তাদির, ছদরুল আমিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ সকল মরহুম শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের অবদান স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। স্মৃতিচারণ ও মনোরঞ্জন বিভিন্ন ইভেন্ট পর্ব শেষে ডিনার অনুষ্ঠিত হয়।
স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে ফারহান সালমান পারফর্ম করেন এবং সংগীত ব্যান্ড হিসেবে ২০০৫ ব্যাচের শিক্ষার্থী শিমুলের ব্যান্ড দল মধ্যমান, ব্যান্ড দল ডিপার্টেড সহ রাজশাহীর বিবিধ সংগীত শিল্পীর পারফরমেন্স অনুষ্ঠিত হয়।
সঙ্গীত আয়োজন শেষে রাফেল ড্র ও সমাপনী বক্তব্যে এমন আয়োজনের জন্য সবার সহযোগিতা, বিশেষ করে ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের স্পন্সরশিপ জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে এবং পুনরায় এমন আয়োজন অনুষ্ঠানের অঙ্গীকার ব্যক্ত করে অনুষ্ঠান শেষ করা হয়।
রাজশাহী কলেজিয়েট স্কুল ২০০৫ ব্যাচের কৃতি শিক্ষার্থীদের মধ্যে তৌহিদ হাসান, ডাক্তার শেখ সাদী খান, লাবিব আলী ঐক্য, আজিজ খান রিয়াদ, মুঈদ সুলতান, সাদিক আল ওয়াদি কাব্য, ইশতিয়াক মাহমুদ সঙ্গী, মাওলা বক্স মিশু, আনজির করিম অমি, ইমরুল কায়েস সৌরভ, আলিমুজ্জামান নবীন, তারেক জামান সহ অনেকেই তাদের স্পন্সারশীপের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানে কে সহযোগিতা করেছেন।
২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে আয়োজক কমিটির সদস্যদের মধ্যে ছিলেন ফামিন, সেলিম, অপু, ফাইন, রিয়াদ, শাহরিয়ার, সিয়াম, রুবেল, তুষার, রিয়াশাদ কাব্য, পিনাক, পিন্টু, ইভান, শান্ত।











