ঢাকা | জুলাই ২২, ২০২৫ - ৭:৪৯ অপরাহ্ন

শিরোনাম

৫ বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা

  • আপডেট: Sunday, June 8, 2025 - 10:42 am

অনলাইন ডেস্ক: সপ্তাহের শেষে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ রোববার দেশের ৫টি বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনাও আছে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমবে।

পূর্বাভাসে বলা হয়েছে, ৮ জুন (সন্ধ্যা ৬টা থেকে) ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

৯ জুন-সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যস্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।