ঢাকা | অগাস্ট ২৬, ২০২৫ - ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

  • আপডেট: Thursday, June 5, 2025 - 1:20 am

প্রেস বিজ্ঞপ্তি: এবারের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর সংবাদপত্রগুলো ৫ দিন বন্ধ থাকবে। রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের সংগঠন ‘রাজশাহী এডিটরস ফোরাম’ এই সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার রাজশাহী এডিটরস ফোরামের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ৫ দিনের ছুটির এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সিদ্ধান্তের সাথে মিল রেখে এবারে ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

এডিটরস ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী, ৫ থেকে ৯ জুন সংবাদপত্রে ঈদের ছুটি থাকবে। এ কারণে ৬ থেকে ১০ জুন রাজশাহীর সংবাদপত্রগুলো প্রকাশিত হবে না। তবে, এই সময়ে নিজস্ব ব্যবস্থাপনায় সংবাদপত্রগুলোর অনলাইন চালু থাকবে।