ঢাকা | জুলাই ১, ২০২৫ - ১০:১৩ অপরাহ্ন

ছোট-মাঝারি গরুতে জমজমাট চাঁপাইয়ের পশু হাট

  • আপডেট: Thursday, June 5, 2025 - 12:24 am

চাঁপাই ব্যুরো: শেষ মুর্হূতে চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর বেঁচাকেনা। হাটগুলো দেশি ছোট ও মাঝারি গরুর বাড়তি চাহিদা দেখা গেছে।

তবে, গতবারের তুলনায় এবার গরুর ন্যায্য দাম পাচ্ছেন খামারিরা। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের হাটগুলোতে তেমন একটা ভারতীয় গরুর আমদানি না থাকায় মূলত দেশি গরু বেশি বেঁচা-কেনা হচ্ছে।

আর খামারিরা বলছে, গো-খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে গরু লালন-পালনের খরচ।  জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. গোলাম মোস্তফা জানান, এ বছর জেলায় ১ লাখ ৩৫ হাজার কোরবানির পশুর চাহিদার বিপরীতে; নিবন্ধিত ১৩ হাজর ৫২২টি বাণিজ্যিক ও প্রান্তিক খামারে মোটাতাজা করা হয়েছে প্রায় ৩ লাখ পশু। যেখানে নতুন করে ৫২২টি খামারের বেড়েছে গরু লালন-পালনের সংখ্যা।

আর কোরবানির ঈদকে সামনে রেখে এবার জেলার ৫টি উপজেলায় ছোট-বড় ১৭টি হাট বসছে। তাই সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী তত্তিপুরসহ বিভিন্ন পশুর হাট কোরবানির পশুতে ঠাসা দেখা গেছে। তাই প্রান্তিক খামারিরা তাদের লালন-পালন করা ষাঁড়, গরু হাটে তুলেছেন।

খামার ও আশপাশের গ্রাম থেকেও বিপুল পরিমাণ গরু উঠেছে তর্ত্তিপুর হাটে। আর ঢাকা, চট্রগ্রাম, ফেনি, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলার ব্যাপারিরা এখান থেকে গরু কিনে নিয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলা হাটে গরু কিরতে আসা আসিফুর রহমান জানান, ৩১-৩৩ হাজার টাকা মন দরে বিক্রি হচ্ছে কোরবানির গরু। অর্থাৎ ছোট গরু ৭০-৯০ হাজার, কোন ক্ষেত্রে ১ লাখ ১০ টাকা দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। অন্যদিকে মাঝারি এক থেকে  দেড় লাখ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।

আর বড় গরু বিক্রি হচ্ছে ২ থেকে ৪ লাখ টাকা দরে। তবে, বড় গরু বিভিন্ন জেলার ব্যাপারিরা কিনলেও স্থানীয়রা কম কিনছে।

আর দামের ব্যাপারে ক্রেতারা একটু অসন্তুষ্ট হলেও কোরবানির শেষ মেষ কিনতেই হবে বলে কথা।তাই ঈদুল আজহার শেষ মুর্হূতে চাঁপাইনবাবগঞ্জের হা গুলোতে জমে উঠেছে কোরবানির পশুর বেঁচাকেনা।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার খামারি কামাল উদ্দিন জানান, কোরবানির পশুর হাটে বাইরের ব্যাপারীদের কাছে চাঁপাইনবাবগঞ্জের গরুর বাড়তি চাহিদা বরাবরই।

বর্তমানে হাটবাজারগুলোতে মিলছে কাঙ্খিত দাম। হাটগুলোর পাশাপাশি খামার থেকেও চলছে বেচাকেনা। বর্তমান বাজার দর ঠিক থাকলে তারা লাভবান হচ্ছেন বলেও জানান তিনি।

এবারের কোরবানির হাটগুলোেেত ২/১ ভারতীয় গরু দেখা গেছে। তবে, ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ না করে, সেজন্য প্রতিটি বিওপিকে বিশেষ সতর্কতামূলক নির্দেশ দিয়েছেন ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

Hi-performance fast WordPress hosting by FireVPS