ঢাকা | অগাস্ট ২২, ২০২৫ - ১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম

লালপুরে পদ্মায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

  • আপডেট: Wednesday, June 4, 2025 - 12:18 am

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর জহুরুল ইসলাম (৪৫) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা।

গত সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষীপুর এলাকায় পদ্মা নদীর পানিতে ওই জেলের লাশ ভেসে ওঠে বলে জানা গেছে।  নিহত ওই জেলে একই এলাকার হযরত আলীর ছেলে।

এর আগে গত রোববার রাতে হঠাৎ ঝড়ের কবলে পরে উপজেলার চরমহাদিয়াড় এলাকায় ১৪ জন জেলে সহ নৌকা ডুবির ঘটনা ঘটে। এদের মধ্যে ১৩ জন জেলে উদ্ধার হলেও  জহুরুল নামের এক জেলে নিখোঁজ ছিলেন।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর উদ্ধার তৎপরতা চালিয়ে তাকে না পেয়ে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করেন। গত সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পদ্মা নদীর পানিতে ওই জেলের লাশ ভেসে উঠলে স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করেন।

লালপুরের ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বিষয়টি নিশ্চিত করে জানান, জেলে জহুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে তার দাফন সম্পন্ন হয়েছে।