ঢাকা | জুলাই ২৭, ২০২৫ - ৬:২৫ অপরাহ্ন

শিরোনাম

পশুহাট থেকে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, June 4, 2025 - 11:57 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর সিটি হাট থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার বেলা তিনটায় তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল। বিকালে র‌্যাব-৫ এর রাজশাহীর মিডিয়া উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 গ্রেপ্তার দুই ছিনতাই হলো- শহরের হোসনীগঞ্জ এলাকার সামিনুর রহমান শিহাব (২০) এবং একই এলাকার মন্দন ইসলাম (২৬)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শিহাব এবং মন্দন ছুরি দেখিয়ে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় সেখানে উপস্থিত র‌্যাবের টহল টিমের সদস্যরা তাদের আটক করেন। এরপর তাদেরকে স শাহ মখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।