ঢাকা | জুলাই ২১, ২০২৫ - ৩:০৮ পূর্বাহ্ন

শিরোনাম

নিজের প্রযোজনা সংস্থা নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন শবনম বুবলী

  • আপডেট: Monday, June 2, 2025 - 2:44 pm

অনলাইন ডেস্ক: কুরবানি ঈদেই নতুন রূপে দেখা যাবে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীকে। সিনেমাপ্রেমী দর্শক ও তার ভক্ত-অনুরাগীরা এবার তাকে ভিন্নরূপে দেখবেন। খুব শিগগিরই তার প্রযোজনা সংস্থা ‘বিগ প্রোডাকশনস’ থেকে নতুন কিছু কাজ প্রকাশ পেতে চলেছে।

অভিনেত্রী শবনম বুবলী একসময় ছিলেন বিমানবালা। সেখান থেকে হয়ে উঠলেন সংবাদপাঠিকা। এর পরের গল্প তো সবার জানা। টিভির পর্দায় চোখ পড়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানের।

যেই দেখা সেই কাজ— বুকে টেনে নিলেন বাংলার হিরো। নামিয়ে দিলেন রুপালি পর্দায়। আবার গোপনে বিয়েও করে ফেললেন কিং খান।

এর পরের গল্পটাও সবার জানা— বিচ্ছেদের ঘণ্টা বেজে যায়। অভিনেত্রী শবনম বুবলী বসে থাকেননি। শুরুটা শাকিব খানের ‘বসগিরি’ দিয়েই রুপালি পর্দায় পা রেখেছিলেন তিনি। ইতোমধ্যে দুই ডজনেরও বেশি সিনেমায় অভিনয় করে এখন তিনি জনপ্রিয় অভিনেত্রীদের একজন।

এখানেই শেষ নয়; এর মধ্যেই অভিনেত্রী প্রযোজনা সংস্থা ‘বিগ প্রোডাকশনস’ গড়ে তুলেছেন। প্রযোজনা প্রসঙ্গে শবনম বুবলী বলেন, আমি সিনেমার মানুষ। তাই আমার প্রযোজনা সংস্থা থেকে সিনেমা তৈরি করতে চাই। সেটি আগামী বছর সম্ভব বলে আশা করছি।

এদিকে সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন অভিনেত্রী। তিনি কাজের ফাঁকে নিজেকে সময় দিতে খুব পছন্দ করেন। সবুজায়ন তার ভীষণ পছন্দ। তাই মাঝেমধ্যে ছবি পোস্ট করে তার ভক্ত-অনুরাগীদের জানান দেন।

এবার অভিনেত্রী সামাজিক মাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। সেখানে এ ‘জংলি’খ্যাত অভিনেত্রীকে দেখা গেছে সাদা-লাল স্কার্ট পরে ভিন্ন লুকে। পেছনে বিস্তীর্ণ সবুজের আবহ।

ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, ভবিষ্যতে পুরোদমে কৃষিকাজ করব। ফুল, ফল, শাকসবজি চাষ করব। আর হাঁস-মুরগি, গরু-ছাগল পালব।  ভবিষ্যতে পুরোদমে কৃষিকাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

ফুল, ফল, শাকসবজি চাষ আর হাঁস-মুরগি, গরু-ছাগল পালনের অভিব্যক্তি প্রকাশ করেছেন অভিনেত্রী। কারণ প্রকৃতি একটু বেশিই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চান তিনি। প্রকৃতির মাঝে থাকতে তার অসাধারণ লাগে বলেও জানান বুবলী।