ঢাকা | জুলাই ১৯, ২০২৫ - ৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

কোরবানির পশু জবেহকরণ ও দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে রাসিকের সভা

  • আপডেট: Monday, June 2, 2025 - 11:58 pm

স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানির পশু জবেহকরণ ও দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে ওয়ার্ড সচিব ও পরিচ্ছন্ন সুপারভাইজারদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে নগরভবনের এ্যানেক্স ভবন সভা কক্ষে আয়োজিত সভায় রাজশাহী মহানগরীর ঈদুল আযহায় কোরবানির পশু জবেহকরণ ও দ্রুত বর্জ্য অপসারণে বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

সভায় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার জানান, পরিচ্ছন্ন রাজশাহীর সুনাম দেশের সর্বত্র। এ সুনাম আমাদের অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, পূর্বের ন্যায় ঈদুল আযহার দিনে রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এ বিষয়ে ইতোমধ্যে রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ পরিচ্ছন্ন বিভাগকে দিক নির্দেশনা প্রদান করেছেন। পবিত্র ঈদ উল আযহা মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব।

পবিত্র ঈদ-উল-আযহা উদযাপনকালে কোরবানির স্থান ও জনগণের যাতায়াত পথ নিরাপদ ও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সিটি কর্পোরেশন নানা কর্মসূচি গ্রহণ করেছে। বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুম খোলা রাখা হবে।

তিনি বলেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইদুল আযহার দিন নগরীর পরিচ্ছন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেছেন।

বিগত বছরের ন্যায় ঈদের পরের দিনই যেন রাজশাহী পরিচ্ছন্ন এক নগরীতে পরিণত হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন। ঈদের দিন ভোর ৫টা হতে হাটবাজার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হবে।

সকাল সাড়ে ১১টা হতে নগরীর ভিআইপি রোডসমূহ পরিচ্ছন্ন করা হবে। কোরবানি পশুর রক্ত ও অন্যান্য বর্জ্য ধৌত করণে দুপুর ২টা হতে নগরীর দুটি ওয়াটার ট্যাংকার নিয়োজিত রাখা হবে।

পরিবেশ রক্ষা ও দূর্গন্ধ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রমে পশু জবাইয়ের স্থানসমূহে ব্লিচিং পাউডার ও চুন প্রয়োগ করা হবে।

সভায় আরও জানানো হয়, কেন্দ্রীয় মনিটারিং কার্যক্রমের পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্ন কর্মীরা ওয়ার্ডে ভ্যানের মাধ্যমে বর্জ্য সংগ্রহ করে তা সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনে জমা করবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ওয়ার্ড সচিব ও সুপারভাইজারদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানানো হয়। জনসাধারণকে অবহিত করতে মসজিদে জুম্মার নামাজে খুতবায় ও ঈদুল আযহার জামাতে প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

ইতোমধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়েব সাইট ও ফেইস বুক পেজে সম্প্রচার অব্যাহত রয়েছে।

কেন্দ্রীয় ঈদগাহ, সাহেববাজার রাস্তায় ও টিকাপাড়া ঈদগাহসহ নগরীতে অনুষ্ঠিত ঈদের জামাতসমূহ সুষ্ঠুভাবে সম্পাদনে সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব ও সুপারভাইজারদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সভায় পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং সেলিম রেজা রঞ্জু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) মোস্তাক হোসেন ঝন্টু, পরিচ্ছন্ন কর্মকর্তা মোঃ শাহিন রেজা, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) শাহরিয়ার রহমান জিতু, পরিচ্ছন্ন পরিদর্শক রেজাউল করিম, রাসিকের সকল ওয়ার্ডের সচিব, কেন্দ্রীয় পরিদর্শক, কেন্দ্রীয় সুপারভাইজার ও ওয়ার্ড সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।