ঢাকা | জুলাই ২৭, ২০২৫ - ৬:৩৩ অপরাহ্ন

শিরোনাম

নিবন্ধন ফিরে পাওয়ায় পাবনায় জামায়াতের শোকরানা মিছিল

  • আপডেট: Sunday, June 1, 2025 - 11:04 pm

পাবনা প্রতিনিধি: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ায় শোকরানা মিছিল করেছেন পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতের নেতাকর্মীরা।

রোববার দুপুরে আটঘরিয়ার দেবোত্তর বাজারস্থ দলটির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক ঘুরে দেবোত্তর বাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যদিয়ে শেষ হয়।

আটঘরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আলীমের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নকিবুল্লাহ, উপজেলা নায়েবে আমির মাওলানা নাসিরসহ অনেকে।

সমাবেশে বক্তারা অতীতের ভেদাভেদ ভুলে ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলগুলোকে এক সঙ্গে কাজ করার আহবান জানান।