ঢাকা | জুলাই ২৮, ২০২৫ - ২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন

  • আপডেট: Sunday, June 1, 2025 - 11:42 pm

স্টাফ রিপোর্টার: ‘দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে’ এই স্লোগানের মধ্য দিয়ে রাজশাহীতে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে রোববার সকাল ১০টার দিকে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাট দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামারে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে রাজাবাড়ী হাট থেকে শিক্ষার্থীসহ বিভিন্ন সুধিজনদের অংশগ্রহণে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বাজারের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে রাজাবাড়ী হাট দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামারের প্রশিক্ষণ ভবনে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আতোয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মোজাফফর হোসেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা শারমিন শায়লা, পবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার সরকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, খামারি, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ সুধীজন।

আলোচনা সভায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, শিশুদের মেধাবিকাশ ও বাড়ন্তর জন্য প্রত্যেক শিশুকে দুগ্ধ পান করা প্রয়োজন। এছাড়াও সকল বয়সী মানুষের জন্য দুধ পান সকলের জন্য উপকারী।

এই এলাকার খামারিদের উন্নয়নের জন্য কাজ করা প্রয়োজন। তিনি সরকারি প্রতিষ্ঠান ছাড়াও বেসরকারি ভাবে যেসব প্রতিষ্ঠান গরু পালন করে দুধ মাংস উৎপাদন করে তাদের এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য ও রাজশাহী অঞ্চলের দুগ্ধ উৎপাদন, গরু পালন ও খামারিদের উন্নয়ন নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন, রাজাবাড়ী হাট দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামারের সহকারী পরিচালক ডা. ইসমাইল হোসেন।

পরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এরপর অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, শিশুসহ সকলকে নিরাপদ দুধ পান করানো হয়।

এছাড়া গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের এসিডির কৃষি জ্ঞান কেন্দ্র চত্বরে বিশ্ব দুগ্ধ দিবসের প্রাক্কালে এক ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ লাইভস্টক সোসাইটি এবং  রোটারী ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের তত্ত্বাবধানে, অক্সফাম ইন বাংলাদেশ’র সহযোগিতায় অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর “কালটিভেটিং চেঞ্জ” প্রকল্পের অংশ হিসেবে এই কর্মসূচি আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে শতাধিক নারী ও পুরুষের মাঝে বিনামূল্যে দুধ বিতরণ, প্রাণিসম্পদ পরিচর্যা এবং ওষুধ সরবরাহ করা হয়। স্থানীয় আদিবাসী নারী কৃষক ও খামারিদের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, পশুস্বাস্থ্য ও পুষ্টির গুরুত্ব তুলে ধরাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

উপস্থিত অংশগ্রহণকারীরা জানান, এমন উদ্যোগ তাদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে এবং তারা প্রাণিসম্পদ রক্ষায় আরও সচেতন হয়ে উঠবেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি প্রফেসর ড. জালাল উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক ড. হেমায়েতুল ইসলাম আরিফ, গবাদি পশু ও দুগ্ধ উন্নয়ন খামারের উপপরিচালক ড. ইসমাইল হক, ব্র্যাক এআই এন্টারপ্রাইজের ভেটেরিনারী সার্জন ডা. আল হেলাল মন্ডল, এসিডি প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পাল, পাওয়ার ফুল এগ্রোভেট এর ব্যবস্থাপনা পরিচালক ও নারী উদ্যোক্তা সেলিনা বেগম, এসিডি প্রোগ্রাম অফিসার ইনজাম উল হক, কমিউনিটি মোবিলাইজার সুচিত্রা হেমব্রম প্রমুখ।

 

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো জানায়, চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত হয়েছে। রোববার জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা’র সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ এ. কে.এম শাহাব উদ্দিন, জেলা ভেটেনারি অফিসার ডাঃ কবির আহম্মেদ, শিবগঞ্জ উপজেলা

ভেটেনারি সার্জন ডাঃ আবু ফেরদৌস ও জেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি মুনজের আলম মানিক প্রমুখ। আলোচনা সভা শেষে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।