ঢাকা | জুলাই ২৩, ২০২৫ - ১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম

বাঘায় আম চুরির দায়ে বৃদ্ধকে খুটির সাথে বেঁধে পুলিশে সোপর্দ

  • আপডেট: Saturday, May 31, 2025 - 11:16 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আম চুরির দায়ে আমির হামজা (৬২) নামে এক বৃদ্ধকে খুটির সাথে বেধে পুলিশে সোপর্দ করা হয়েছে। গত শুক্রবার দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা গ্রামের মিঠন আলী ও লিটন আলীর আম বাগানে চকরপাড়া গ্রামের আমির হামজা আম চুরি করা অবস্থায় ধরা পড়ে।

পরে তাকে স্থানীয় বাউসা  প্রেমতলী বাজারে নিয়ে খুটির সাথে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বাগান মালিক মিঠন আলী ও লিটন আলী বলেন, বাগানে মাঝে মধ্যে আম চুরি হয়। গত শুক্রবার দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। সে সাড়ে তিন মণ আম গাছে থেকে নামিয়ে বস্তায় নিচ্ছিলেন।

এসময় বাগানে গেলে আমির হামজাকে হাতে-নাতে ধরা হয়। কিছুক্ষণ দঁেিড় দিয়ে বেধে রেখে রাগে-ক্ষোভে তাকে পুলিশের হাতে তুলে দিয়ে থানায় চুরি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমির হামজাকে থানায় আনা হয়েছে। বাগান মালিকদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করেছেন।