ঢাকা | জুলাই ২০, ২০২৫ - ৭:৫৪ অপরাহ্ন

শিরোনাম

লালপুরে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট: Friday, May 30, 2025 - 12:05 am
dead

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম মিম নামে এক শিশুর (১০) মৃত্যু হয়েছে। সে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা গ্রামের বিদ্যুৎ হোসেন ও টুম্পা বেগম দম্পতির মেয়ে।

মিম পালিদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে পালিদেহা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আসলামের পুকুরে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, মরিয়ম মিম স্কুল ছুটি শেষে বাড়িতে যাওয়ার পর সমবয়সী খেলার সাথীদের সাথে আসলামের পুকুরে গোসল করতে নামে। এসময় মিম সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়।

খেলার সাথীরা তাকে দেখতে না পেয়ে স্থানীয়দের খবর দেয়। এসময় স্থানীয়রা খোঁজাখুঁজির পর বিকাল সাড়ে ৪টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে মরিয়মের দাদা আলাল উদ্দিন (৫৫) বলেন, স্কুল শেষে বাড়িতে এসে সবার অগোচরে খেলার সাথীদের সাথে আবার সে বেড়িয়ে যায়।

পরে পানিতে ডুবে যাবার খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শোক প্রকাশ করে ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, লাশ বাড়িতে এনে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

নিহত শিশু শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মমিনুজ্জামান।