ঢাকা | মে ২৯, ২০২৫ - ৪:২২ অপরাহ্ন

মোহনপুরে হাটরা স্কুলে নারী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, May 28, 2025 - 12:00 am

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের হাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় জেলা তথ্য অফিস, রাজশাহী এ সমাবেশের আয়োজন করে। নারী সমাবেশে জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন এর সভাপতিত্বে মোহনপুর উপজেলা শিক্ষা অফিসার রশিদা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক  এরসাদ আলী, রায়ঘাটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য আঙ্গুরা বেগম ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল গফুর মৃধা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, নারী সমাবেশের শুরুতে নিরাপদ মাতৃত্ব, যৌতুক, মাদক, ডেঙ্গু, বাল্যবিবাহ প্রতিরোধমূলক এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানিকৃত পশুর বর্জ্য অপসারণ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS