নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল উদ্ধার ॥ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার: মহানগরীর পবা থানা ও মহানগর ডিবি পুলিশের পৃথক অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরএমপি পবা থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি আজাহার আলী ওরফে রাজা (৬৩) ও ফাহিমা বিবি (৫৪)। আজাহার আলী পবা থানার সূর্যপুর হলদারপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে ও আজারহার আলীর স্ত্রী ফাহিমা বিবি। ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি আকাশ আলী (২৪) মতিহার থানার চরশ্যামপুর এলাকার মৃত সাজদার আলীর ছেলে।
জানা যায়, গত ২৬ মে দুপুরে আরএমপি’র শাহমখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে পবা থানার এসআই এস এম আসিব নাসিব ও তার টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান ডিউটি করছিলো।
এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পবা থানার সূর্যপুর হলদারপাড়ার গ্রামের এক বাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম দুপুর পৌনে ১ টায় পবা থানার সূর্যপুর হলদারপাড়ার ঐ বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি আজাহার আলী ও ফাহিমা বিবিকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
অপরদিকে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই তৌহিদুর ইসলাম ও তার টিম গত ২৬ মে সন্ধ্যা সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মতিহার থানার চরশ্যামপুর এলাকা থেকে আসামি আকাশকে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর পবা ও মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।