ঢাকা | মে ২৯, ২০২৫ - ২:৫৯ পূর্বাহ্ন

বিএমডিএ’র চেয়ারম্যানের মৃত্যুতে হেরিটেজ রাজশাহীর শোক

  • আপডেট: Wednesday, May 28, 2025 - 12:32 am

প্রেস বিজ্ঞপ্তি: বরেন্দ্র অঞ্চলের বহুমুখি উন্নয়নের স্বপ্নদ্রষ্টা এবং বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ড. এম. আসাদুজ্জামানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে হেরিটেজ রাজশাহী।

হেরিটেজ রাজশাহীর পক্ষ থেকে সভাপতি মাহবুব সিদ্দিকী ও সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান লাভলু এক বিবৃতিতে বলেন, ড. আসাদুজ্জামানের হাতেই গড়ে উঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ।

বরেন্দ্র অঞ্চলের সার্বিক জীবনমানের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। সেই সহকারী প্রকৌশলী থেকে প্রথম নির্বাহী পরিচালক এবং অতঃপর চেয়ারম্যান পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। একজন কৃষি প্রকৌশলী থেকে কয়েকটি বিশ্ব সংস্থার পরামর্শক পর্যন্ত দায়িত্ব পালন করার সুবাদে বরেন্দ্রের নাড়ি নক্ষত্র ছিল তাঁর নখদর্পণে।

বিবৃতিতে তাঁর ইন্তেকালে এই অঞ্চলের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে একটা শূন্যতা তৈরি হলোÑ যা অপূরণীয়। সংশ্লিষ্ট বিষয়ে তার পূর্ণ জ্ঞান ও যোগ্যতার সংগে সততা আর নিষ্ঠা এবং ভদ্রতা, নম্রতা ও ব্যক্তিত্ব ছিল মিলেমিশে। বিবৃতিতে তাঁর রুহের মাগফেরাত কামনা এবং শোকগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS