ঢাকা | মে ৩০, ২০২৫ - ৪:৪২ পূর্বাহ্ন

বাগমারায় ব্যাগভর্তি গাঁজাসহ একজন আটক

  • আপডেট: Wednesday, May 28, 2025 - 11:08 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারায় এক ব্যাগভর্তি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনকে আটক করা হয়েছে। সে শুভডাঙ্গা ইউনিয়নের বাড়িগ্রাম পশ্চিমপাড়া গ্রামের কায়েম উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে মোহনপুর ও মান্দা থেকে হিরোইন, ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য হাটগাঙ্গোপাড়া ও দামনাশ বাজারসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। বুধবার দুপুরে মান্দার চকগৌরি বাজার থেকে ব্যাগভর্তি গাঁজা নিয়ে বাড়ির দিকে আসছিল।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ব্যাগভর্তি গাঁজাসহ তাকে আটক করে।

এই ঘটনায় হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের এসআই উৎপল কুমার বাদি হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

থানার ওসি তৈৗহিদুল ইসলাম বলেছেন, এর আগেও সে একাধিকবার গ্রেপ্তার হয়েছে এবং তার বিরুদ্ধে আরো তিনটি মাদকের মামলা রয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS