বাগমারায় একই আম গাছ থেকে পড়ে তিন বছরে তিন ভাইয়ের মৃত্যু

বাগমারা প্রতিনিধি: বাগমারার বাসুপাড়া ইউনিয়নের ইসলাবাড়ি গ্রামে একটি আম গাছ থেকে পড়ে গত তিন বছরে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন- নুর মোহাম্মদের ছেলে নজরুল ইসলাম বাবু, জাকিরুল ইসলাম ও সাজেদুর রহমান।
বাসুপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে এই ঘটনার পর থেকেই ওই গাছটি তাদের পরিবারের জন্য দুর্ভাগ্য, না এটি তাদের ভাগ্যের পরিহাস তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা ধরনের মন্তব্য করতে দেখা গেছে।
জানা গেছে, ইসলাবাড়ি গ্রামের কৃষক নুর মোহাম্মদের ছেলে স্কয়ার ওষুধ কোম্পানির মার্কেটিং অফিসার নজরুল ইসলাম বাবু গতকাল বুধবার দুপুরে বাড়ির পাশে তাদের গাছে একটি পাকা আম দেখতে পান।
এসময় তিনি ওই আম পাড়ার জন্য গাছের চুড়ায় উঠেন। এসময় ওই গাছের একটি ডাল ভেঙে তিনি নিচে মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, এর আগেও গত বছর (২০২৪ সালে) ওই একই আম গাছ থেকে পা পিছলে নিচে পড়ে গিয়ে নজরুল ইসলাম বাবুর মেজো ভাই জাকিরুল ইসলাম মারা গেছেন। এছাড়া তার আগের বছরও (২০২৩ সালে) ওই একই গাছে আম পাড়ার সময় ডাল ভেঙে মাটিতে পড়ে গিয়ে তার বড় ভাই সাজেদুর রহমান মারা গেছেন।
এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মেহেদি হাসান ও থানার ওসি তৈহিদুল ইসলাম বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।