ঢাকা | মে ৩০, ২০২৫ - ৫:২৮ পূর্বাহ্ন

পোরশায় আমচাষ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

  • আপডেট: Wednesday, May 28, 2025 - 11:09 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর  পোরশায় দুইদিন ব্যাপী আমচাষ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।

বুধবার উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি ( এডিপি) এর অথায়নে উপজেলার অগ্রগামী আম চাষিদের আমচাষ বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ইউএনও আরিফ আদনান।

প্রশিক্ষণ প্রদান করছেন কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ। উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি নাবিলা ফেরদৌস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দুইদিন ব্যাপী প্রশিক্ষণে উপজেলার ৩০ জন আম চাষি অংশগ্রহণ করছেন বলে সংশ্লিষ্টরা জানান।

Hi-performance fast WordPress hosting by FireVPS