ঢাকা | মে ২৯, ২০২৫ - ২:২৫ পূর্বাহ্ন

পুলিশ কনস্টেবল হত্যা মামলায় ডাকাত সর্দার গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, May 28, 2025 - 12:15 am

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে কর্তব্যরত অবস্থায় পুলিশ কনস্টেবল হত্যা মামলার প্রধান আসামি ডাকাত সর্দার নুর ইসলামকে (৩১) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার বিকালে র‌্যাব-১২-এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার উসমান গণি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত সোমবার সন্ধ্যায় র‌্যাব-১২ এবং র‌্যাব-১১-এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জ সদর উপজেলার দেওভোগ বাংলাবাজার এলাকা থেকে নুর ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধাপসুখানগড়ী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে যমুনা সেতুর পশ্চিম থানার কনস্টেবল রফিকুল ইসলাম মহাসড়কে ডিউটি করছিলেন।

ওই সময় একটি গরু বোঝাই ট্রাক টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ডাকাতি করে সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে যাচ্ছিল। পথে পুলিশের তাড়া খেয়ে উল্টো আবার ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করে ডাকাতরা।  সংবাদ পেয়ে ঝাঐল ওভারব্রিজের কাছে ট্রাকটি থামানোর চেষ্টা করেন কনস্টেবল রফিকুল।

তখন ট্রাকটি কনস্টেবল রফিকুলকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৭ মে রাতে মারা যান কনস্টেবল রফিকুল ইসলাম। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে মামলা করা হয়। গ্রেপ্তার ডাকাত সর্দার নুর ইসলামকে মঙ্গলবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS