ঢাকা | মে ৩০, ২০২৫ - ৪:৩৭ পূর্বাহ্ন

পাবনায় সেনাবাহিনীর উদ্যোগে মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, May 28, 2025 - 11:00 pm

পাবনা প্রতিনিধি: পাবানায় বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী পাবনা সরকারি কলেজে এই  মেডিক্যাল ক্যাম্পেইন আনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে নাক-কান-গলা, গাইনি, মেডিসিন, ডেন্টাল ও সার্জারি সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ সেনা চিকিৎসকগণ দু:স্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করেন।

আয়োজকেরা জানান, এদিন আনুমানিক ১ হাজার রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। গত কয়েক দিন মাইকিং এর মাধ্যমে এই ক্যাম্পেইনের প্রচারণা কার্যক্রম চালানো হয়।

পাবনা জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের মেডিক্যাল ক্যাম্পের আয়োজন অব্যাহত থাকবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS