ঢাকা | মে ২৯, ২০২৫ - ২:১৫ পূর্বাহ্ন

তাল পাড়তে গিয়ে গাছ মালিকের নিষ্ঠুর নির্যাতনের শিকার শিশু

  • আপডেট: Wednesday, May 28, 2025 - 12:17 am

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: বাড়ির পাশে তালগাছে থোঁকা থোঁকা তাল দেখে খুব খেতে ইচ্ছে করেছিল ৯ বছরের শিশু রাকিব উদ্দিনের। তিন বছরের ইমাদুল হোসেন ও সিফাত উল্লাহ নামের দুই চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে গাছ থেকে তাল পাড়তে যায় সে। জীবনের ঝুঁকি নিয়ে গাছে উঠে যায় সে। কয়েকটা তাল পাড়ার পর খুশিতে আত্মহারা ছিল ওই তিন শিশু।

কিছুক্ষণের মধ্যেই ওই তিন শিশুর সেই খুশি পরিণত হয় বিষাদে। হঠাৎ করেই হাজির হন গাছ মালিক মির্জা মোল্লা। তাল পাড়তে দেখে টেনেহিঁচড়ে নামিয়ে রাকিবকে মাটিতে ফেলে মুখে, বুকে ও গলায় পা তুলে দিয়ে মাটির সঙ্গে চেপে ধরে ও লাথি মারতে থাকে গাছ মালিক। শিশু রাকিব বারবার আকুতি জানালেও মন গলেনি গাছ মালিক মির্জা মোল্লার।

উল্টো তার হাতে থাকা দা দিয়ে কোপানোর চেষ্টা করে। কোনোক্রমে সেখান থেকে রাকিব ও তার দুই চাচাতো ভাই বেঁচে ফেরে। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে। গত বুধবার (২১ মে) এ ঘটনা ঘটে, জানাজানি হয় সোমবার।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জানতে পারে ওই তিন শিশুর পরিবারও। এমন অমানবিক ঘটনায় পুরো উপজেলায় বইছে নিন্দার ঝড়।

এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে এলাকা থেকে পালিয়ে গেছেন অভিযুক্ত গোপালনগর গ্রামের কোবাদ মোল্লার ছেলে মির্জা মোল্লা। সোমবার রাতে গাছ মালিক মির্জা মোল্লার বিরুদ্ধে ফরিদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে অমানবিক নির্যাতনের শিকার শিশুর পরিবার।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর শিশুর পরিবার জানতে পারে বিষয়টি। পরে ভুক্তভোগী শিশুর বাবা জাফর প্রামাণিক বাদী হয়ে সোমবার সকালে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তি পলাতক আছে। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Hi-performance fast WordPress hosting by FireVPS