ঢাকা | মে ২৯, ২০২৫ - ১:৪৮ অপরাহ্ন

ভোলাহাটে আম সংগ্রহ ও বাজার জাতকরণের উদ্বোধন

  • আপডেট: Tuesday, May 27, 2025 - 11:18 pm

ভোলাহাট (চাঁপাই) প্রতিনিধি: আম ফাউন্ডেশন, ভোলাহাট-এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পরিপক্ক আম সংগ্রহ ও বাজার জাতকরণের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার বেলা ১১টায় তাদের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

পদাধিকারবলে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলী, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী লোকমান হাকিম, ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিয়া।

আম ফাউন্ডেশনের সদস্য সচিব মুনসুর আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ইউসিসিএলি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, আম ফাউন্ডেশন, ভোলাহাট’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহাতাব উদ্দিন, আম ফাউন্ডেশনের এডহক কমিটির সদস্য ও সাবেক সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন, লাল দেওয়ান, জামশেদ আলী, নওশাদ আলীসহ উপজেলার ৪ ইউনিয়নের প্রতিনিধি সদস্যগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সুধীজন ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আম ফাউন্ডেশনের সভাপতি ও সদস্য সচিব উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, অন্যান্য বারের ন্যায় এবার আম ফাউন্ডেশনের রীতিনীতি ভিন্ন ও কঠোর হবে।

আম ব্যবসার নামে কেউ বেআইনী কাজে জড়িত থাকলে তাকে শক্তহাতে দমনসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS