ঢাকা | মে ২৯, ২০২৫ - ৩:১৪ পূর্বাহ্ন

পবায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, May 27, 2025 - 12:29 am

স্টাফ রিপোর্টার:  সোমবার পবা উপজেলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী ও পবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হয় হরিপুর চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়।

রানার্সআপ হয় নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হয় চ্যাম্পিয়ন দলের উম্মে সালমা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন।

পবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সহ সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক কাজী নাজমুল ইসলাম, সদস্য সরকার দুলাল মাহবুব, রহিমা বেগম ও রেহেনা বেগম। বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জাকিয়া সুলতানা, একাডেমিক সুপারভাইজার আয়শা নাজনীন, সহকারী প্রোগ্রামার ইসমোতারা খাতুন ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা।

Hi-performance fast WordPress hosting by FireVPS