ঢাকা | মে ২৯, ২০২৫ - ৪:৪৪ পূর্বাহ্ন

দুর্ঘটনা কবলিত ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

  • আপডেট: Tuesday, May 27, 2025 - 12:37 am

স্টাফ রিপোর্টার: দুর্ঘটনার শিকার হয়েছে পাথরবোঝাই ট্রাকটি। এতে আহত হয় ট্রাকের চালক। তাকে উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি দুর্ঘটনাস্থলেই রাখা ছিল। দুর্ঘটনার প্রায় পৌনে দুই ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এতে প্রাণ হারায় ধাক্কা দেয়া ট্রাকের চালক।

সোমবার ভোরে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কের খিরশন টিকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম সুমন হোসেন (২৬)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার বাসিন্দা ছিলেন।

নগরীর শাহ মখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন জানান, খিরশন টিকর এলাকায় একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছন থেকে একটি পাথরবোঝাই ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।  এ দুর্ঘটনায় আহত হয় ধাক্কা দেয়া ট্রাকের চালক। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

দুর্ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রাকটি দুর্ঘটনাস্থলেই ছিল। দুর্ঘটনার পৌনে দুই ঘণ্টা পরে দুর্ঘটনাকবলিত ট্রাকের পেছনে আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া ট্রাকও দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ধাক্কা দেয়া ট্রাকের হেলপার সুমন। ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS