ঢাকা | মে ২৯, ২০২৫ - ৪:০১ পূর্বাহ্ন

জেলা প্রশাসনের বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ

  • আপডেট: Tuesday, May 27, 2025 - 12:22 am

স্টাফ রিপোর্টার: তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে  জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মহানগর ও ৯টি উপজেলার ৩৫১টি ক্রীড়া প্রতিষ্ঠানে বিনামুল্যে ক্রিকেট, ফুটবল, ভলিবল, দাবাসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

 সোমবার ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি বলেন, আমাদের নতুন প্রজন্ম খেলার মাঠে যেতে চায় না, তারা ডিজিটাল ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে। তাদেরকে খেলার মাঠে ফেরাতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি বলেন তারুণ্যের উৎসবকে সামনে রেখে সরকার যুব সমাজের মধ্যে খেলাধুলা চর্চার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সারাদেশে বিনামূল্যে খেলাধুলা সামগ্রী বিতরণ করছে। যেন এই প্রজন্ম মাঠে খেলাধুলার মধ্যে দিয়ে সঠিকভাবে গড়ে উঠতে পারে।

জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন এর সঞ্চলনায় ক্রীড়া সামগ্রী বিতরনের  উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব, ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক আখতারুজ্জামান রেজা তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য তোফিকুর রহমান রতন, ডালিম হোসেন শান্তসহ উপজেলা ও নগরীর ক্রীড়া সংগঠকগণ উপস্থিত ছিলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS