অনূর্ধ্ব-১৮ সাইকেলিং প্রশিক্ষন শিবির সমাপ্ত

স্টাফ রিপোর্টার: জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোশকতায়, সাইকেলিং ফেডারেশনের সহযোগিতায়, বিভাগীয় প্রশাসন ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে হাইটেক পার্কে ৭দিন ব্যাপী অনূর্ধ্ব-১৮ বালক বালিকাদের সাইকেলিং প্রশিক্ষণ শিবির শেষ হয়েছে।
এই প্রশিক্ষন শিবিরে বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন। তাদের প্রশিক্ষন প্রদান করেন বাংলাদেশ সাইকেলিং ফেডারেশনের প্রতিনিধি ও সাইকেলিং প্রশিক্ষক আশিকুর রহমান মিশুক।
তাকে সহযোগিতায় করেন শেখ মাহমুদুন নবী তুষার। গতকাল মঙ্গলবার বিকালে সাইকেলিং প্রশিক্ষণ শিবির শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব এটিএম গোলাম মাহবুব।
সনদপত্র বিতরণ শেষে সাইকেলিং ফেডারেশনের পক্ষ থেকে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব এর হাতে দুটি সাইকেলিং হেলমেট তুলে দেয়া হয়। এ সময় ফেডারেশনের নির্বাহী সদস্য আসাদ উদ দৌলা, বিভাগীয় ও জেলা পর্যাযের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।