স্বরাষ্ট্র উপদেষ্টা আজ রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ সমাপনীতে যোগ দেবেন

স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) দুই দিনের সরকারি সফরে গতকাল সোমবার রাজশাহী এসেছেন। তিনি সোমবার বিকাল সোয়া ছয়টায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছান।
তিনি বিজিবি রেস্ট হাউজে রাত্রি যাপন করেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে কুচকাওয়াজ পরিদর্শন, ভাষণ, নবীন ডেপুটি জেলারদের র্যাংক ব্যাচ প্রদান এবং জেলা কারাগার পরিদর্শন করবেন।
তিনি আজ সন্ধ্যা পৌঁনে সাতটায় বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।