ঢাকা | মে ২৮, ২০২৫ - ১০:৩৮ পূর্বাহ্ন

রাজশাহীতে উদযাপিত হবে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

  • আপডেট: Tuesday, May 27, 2025 - 11:44 pm

স্টাফ রিপোর্টার: আগামীকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫। জাতিসংঘের অন্যান্য সদস্য রাষ্ট্রের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপিত হবে।

দিবসটি উদযাপন উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) আড়ম্বরপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে।এ উপলক্ষে ওইদিন সকাল নয়টায় আরএমপি’র সদর দপ্তর প্রাঙ্গণ হতে একটি জাঁকজমকপূর্ণ র‌্যালি বের করা হবে। র‌্যালি শেষে রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসের প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

Hi-performance fast WordPress hosting by FireVPS