মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতার খালাসে পবায় মিষ্টি বিতরণ

স্টাফ রিপোর্টার: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।
তিনি খালাস পাওয়ায় পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নে আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করেছে জামায়াতের নেতাকর্মীরা। রায় ঘোষণার সাথে সাথে মঙ্গলবার সকালে হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।
হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী-৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদের উদ্যোগে আলোচনা সভা শেষে মিষ্টি বিতরণ করা হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের (ভারপ্রাপ্ত) সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী হড়গ্রাম ইউনিয়নের আমির এমদাদুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন কাশিয়াডাঙা থানার সেক্রেটারি আব্দুল গাফফার প্রমুখ।
সভায় নেতাকর্মীরা বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন হাসিনা সরকার আমাদের প্রিয় নেতাকে কারাগারে রেখেছিলেন। বর্তমান সরকার নিরপেক্ষ বিচার বিভাগ করায় আমরা ন্যায়বিচার পেলাম। এই রায়ে আমরা অনেক আনন্দিত।’