বাগমারায় টাকা আত্মসাতের অভিযোগে প্রতারণা মামলা

বাগমারা প্রতিনিধি: বাগমারায় সাজেদুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা করে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।
মঙ্গলবার রাজশাহীর আমলী আদালতে বাগমারার বাসুপাড়া ইউনিয়নের নন্দনপুর গ্রামের ব্যবসায়ী মোজাম্মেল হক বাদী হয়ে মামলাটি করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, বাগমারার গণিপুর ইউনিয়নের আচিনঘাট গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে সাজেদুল ইসলামের সঙ্গে ব্যবসায়ী মোজাম্মেল হকের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।
সেই সম্পর্কের সুবাদে সাজেদুল ইসলাম একটি কোম্পানির মালামাল সরবরাহের কথা বলে মোজাম্মেল হকের কাছে থেকে সাত লাখ টাকা ধার নেন। কিন্তু পরবর্তীতে সেই টাকা ফেরত না দিয়ে তাকে হয়রানি করা হয়।
পরে এ নিয়ে সালিশি বৈঠকে টাকা ফেরত দেয়ার জন্য চলতি বছরের ১২ মার্চ তারিখের কথা বলে সাজেদুল ইসলাম। সে একটি চেকও দেয়।
কিন্তু গত ১৯ মার্চ মোজাম্মেল হক সংশ্লিষ্ট ব্যাংকে টাকা তুলতে গেলে চেকটি ডিজঅনার হয়। এর জেরে সাজেদুল ইসলামের বিরুদ্ধে আদালতে ১৮৮১ সালের নেগোসিয়েবল ইন্সট্রমেন্ট এ্যাক্টের ১৩৮ ধারায় মামলা করেন মোজাম্মেল হক।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রবিউল হোসেন জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।
এদিকে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত সাজেদুল ইসলাম দ্রুত সময়ের মধ্যে টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেন এবং এই বিষয়ে পত্রিকায় কোনকিছু না লিখার জন্য তিনি সাংবাদিকদের অনুরোধ জানান।