বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন বিএমডিএ’র চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার: চিরনিদ্রায় শায়িত হলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান ড.এম আসাদুজ্জামান।
রোববার বাদ যোহর রাজশাহী গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৩য় জানাজার নামাজ শেষে ফাজিলপুর পারিবারিক গোরস্থানে বাবা মায়ের পাশে দাফন কাজ সম্পন্ন করা হয়।
গত শুক্রবার সকাল ৮টা ৪০মিনিটে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান ইন্তেকাল করেন। শুক্রবার সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল। তবে তার আগেই তিনি মৃত্যু বরণ করেন।
মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কেন্দ্রীয় জামে মসজিদে দুপুর ২.৩০ মিনিটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিএমডিএ কর্মকর্তা-কর্মচারী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। তার দুই সন্তানই আমেরিকায় থাকেন তাই দেশে আসার পর পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মরহুম ড. এম আসাদুজ্জামান এর জানাজার নামাজে উপস্থিত ছিলেন বড় ভাই এনামুল হক সাবেক আইজিপি, ছোট ভাই শরীফ উদ্দীন চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য, ছেলে রেহান আসাদ চিফ অফ স্টাফ ইউ এন, বিএমপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু, বিএমডিএ’র নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব), বিএমডিএ বোর্ড সদস্য সাইফুল ইসলাম হিরক, সুলতানুল ইসলাম তারেক সদস্য গোদাগাড়ী উপজেলা, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, আব্দুল সালাম শাওয়াল সভাপতি গোদাগাড়ী, ছাড়াও তানোর, কাকন হাট, গোদাগাড়ী বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন।