ঢাকা | মে ২৯, ২০২৫ - ৫:৪৪ অপরাহ্ন

ধেয়ে আসছে মৌসুমী বৃষ্টিবলয় ‘ঝুমুল’ দফায় দফায় বৃষ্টিতে দুর্ভোগ

  • আপডেট: Monday, May 26, 2025 - 10:50 pm

স্টাফ রিপোর্টার: সোমবার দিনভর দফায় দফায় বৃষ্টিতে রাজশাহীতে মানুষজনকে দুর্ভোগ পোহাতে হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার পাশাপাশি দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমী বৃষ্টিবলয়-‘ঝুমুল’। এ বিষয়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

জানা গেছে, সকাল থেকে রাজশাহীতে কখনো মুসলধারে আবার কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এতে অফিস- আদালত ও স্কুল-কলেজে যেতে মানুষজন ও ছাত্র-ছাত্রীদেরকে দুর্ভোগে পড়তে হয়।

নিম্ন আয়ের শ্রমজীবী মানুষরা বৃষ্টির কারণে কাজ না পেয়ে কর্মহীন দিন পার করেন। রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে,  রাত ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১০ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টি হচ্ছে।

বিডব্লিউওটি জানিয়েছে, ২৮ মে থেকে ‘ঝুমুল’ বৃষ্টিবলয় দেশের ওপর সক্রিয় হতে পারে এবং এর প্রভাব ৩ জুন পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। এটি একটি পূর্ণাঙ্গ মৌসুমী বৃষ্টিবলয়, যা দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে।

বিশেষত রংপুর, খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ‘ঝুমুল’ -এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। পাশাপাশি বরিশাল, ঢাকা ও রাজশাহী বিভাগেও এর উল্লেখযোগ্য প্রভাব অনুভূত হবে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে আজ মঙ্গলবার। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত বাড়তে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনার কারণে সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

Hi-performance fast WordPress hosting by FireVPS