ঢাকা | মে ২৯, ২০২৫ - ২:৩৫ অপরাহ্ন

সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান

  • আপডেট: Monday, May 26, 2025 - 11:14 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ প্রাঙ্গনে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে বিভিন্ন ধরনের প্রায় দেড় হাজার রোগীকে এই সেবা দেয়া হয়।

এ প্রসঙ্গে লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার পারভেজ ভূইয়া বলেন, বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা ক্যাম্পে ৬জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনী, শিশু ও চর্ম রোগে আক্রান্ত ১ হাজার ৪৯৩ জনকে চিকিৎসা প্রদান এবং প্রায় ৫১ প্রকারের ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, জটিল রোগীদের জন্য বিশেষ চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। সেনাবাহিনী প্রধানের প্রত্যয়ে অনুপ্রাণিত হয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকেই এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

অসহায় ও সুবিধা বঞ্চিত জনগণের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS