ঢাকা | মে ২৬, ২০২৫ - ৪:১১ পূর্বাহ্ন

রাকসুর তফসিল ঘোষণাসহ ৯ দফা দাবি শিক্ষার্থীদের

  • আপডেট: Monday, May 26, 2025 - 12:40 am

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ ঘোষণাসহ ৯ দফা দাবি জানিয়েছে ‘রাবি সংস্কার আন্দোলন’।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। আগামী ২০ জুন পর্যন্ত দাবি পূরণ ও রোডম্যাপ প্রকাশ করা না হলে ‘মার্চ ফর আওয়ার রাইটস’ আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।

তাঁদের অন্য দাবিগুলো হলো পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ নিশ্চিত; ক্যাম্পাসে সপ্তাহে ৭দিন, ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা; বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রকে ৫০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ চিকিৎসা কেন্দ্র হিসেবে কার্যকর; প্রশাসনিক সকল কার্যক্রম ডিজিটাল ও অনলাইন ভিত্তিক করা (ক্যাশলেস ক্যাম্পাস); ডাইনিংয়ে মানসম্মত খাবারের জন্য পর্যাপ্ত ভর্তুকি দেয়া; কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামোগত ও প্রযুক্তিগত সংস্কার এবং পূর্ণাঙ্গ টিএসসিসি দ্রুত কার্যকর করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীরা একটি নিরাপদ, শিক্ষার্থীবান্ধব ও সমতা ভিত্তিক ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে ৯ দফা দাবি উত্থাপন করেছে। দীর্ঘদিন ধরে এ বিশ্ববিদ্যালয় অব্যবস্থা, অবহেলা ও সংকটে জর্জরিত।

ক্যাম্পাসের বহুমুখী সমস্যা নিয়ে আমরা বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি কিন্তু প্রতিবারই হতাশ হয়ে ফিরে এসেছি। আগামী ২০ জুন পর্যন্ত আমরা সময়সীমা বেঁধে দিয়েছি। এ সময়ের মধ্যে যদি আমরা প্রশাসনের সাড়া না পাই তাহলে ২১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করব। যার মধ্যে থাকবে প্রতিটি হলে, প্রতিটি বিভাগে জনসংযোগ ও লিফলেট বিতরণ ও দেয়াল লিখন।

তিনি আরও বলেন, ২৯ জুন থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ‘মার্চ ফর আওয়ার রাইটস’ কর্মসূচিতে অংশগ্রহণ করবে, যা হবে আন্দোলনের চূড়ান্ত রূপ। এই কর্মসূচির আওতায় সকল প্রকার ক্লাস-পরীক্ষা বর্জন এবং দাবি আদায়ের স্বার্থে বিভিন্ন মাঠ পর্যায়ের চুড়ান্ত কর্মসূচি থাকবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS