ভুমি মেলা

তানোর
তানোর প্রতিনিধি জানান, রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় তানোর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে তানোর উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার ও তানোর সহকারী কমিশনার ভূমি (অঃ দাঃ) লিয়াকত সালমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ওয়াজেদ আলী, তানোর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহমেদ, তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, তানোর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাকির হোসেন, তানোর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান।
মোহনপুর
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, গতকাল রোববার মোহনপুরে ভূমি মেলা উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১০টা ত্রিশ মিনিটে উপজেলা ভূমি অফিস চত্বরে র্যালির মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা, মোহনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান ।
বাঘা
বাঘা প্রতিনিধি জানান, বাঘায় তিনদিন ব্যাপী ভূমি মেলার ফিতা কেটে উদ্বোধন করা হয়। পরে র্যালি ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলা উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি সাবিহা সুলতানা ডলি। ভূমি মেলাটি তিন দিনব্যাপী চলবে। স্বাগত বক্তব্য রাখেন উপজেলার মিরগঞ্জ ভূমি অফিস কর্মকর্তা হোসনুয়া শিরিন। উদ্বোধন কালে বক্তব্য রাখেন সাব রেজিস্ট্রার নকুবুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার অ.ফ.ম হাসান, বাঘা প্রেসক্লাব আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, বাঘা থানা এই আই সেতাফুর রহমান, উপস্তিত ছিলেন সাংবাদিক লালন উদ্দীন, আব্দুল হামিদ মিঞা, সুব্রত কুমারসহ বিভিন্ন স্কুলের শিক্ষকগণ।
পোরশা
পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, পোরশায় ভূমি মেলা উদ্বোধনী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা ভূূমি অফিসের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউএনও আরিফ আদনান। সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম, ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা ফরহাদ হোসেন শাহ্ ও মাহবুবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা ও সেবা গ্রহিতাগণ অংশগ্রহণ করেন।
মান্দা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, মান্দা উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ও ভূমি সেবা বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ মেলার উদ্বোধন করা হয়। এর আগে একটি র্যালি উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া। বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এমএ মতিন, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে এবং সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল ও আব্দুল মতিন মণ্ডল।
ভোলাহাট
ভোলাহাট (চাঁপাই) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩ দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে। নবাগত উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান নেতৃত্বে গতকাল রোববার সকাল ১০টায় ভূমি মেলার বর্ণাঢ্য র্যালি নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফিতা কেটে এ মেলার উদ্বোধন ও আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলী, যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ, আরডিও সবুজ আলী, সমাজসেবা অফিসার নাসিম উদ্দিন, প্রাণিসস্পদ অফিসার শাহ্ জালাল, তথ্য উদ্যোক্তা অফিসার নাসরিন আক্তারসহ প্রশাসনের অন্যান্য অফিসারগণ।
নিয়ামতপুর
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন হয়েছে। ভূমি মেলা উপলক্ষে রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে জনসচেতনতামূলক আলোচনা সভায় মিলিত হয়। সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন। বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা কামরুল হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
গোমস্তাপুর
গোমস্তাপুর (চাঁপাই) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তিনদিন ব্যাপি ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১০টায় উপজেলা ভূমি কার্যালয়ে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলার নির্বাহী অফিসার জাকির মুন্সি। পরে ভূমি কার্যালয় থেকে একটি শোভাাযাত্রা বের করা হয়। শোভাাযাত্রাটি রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে। এসময় উপস্থিত ছিলেন রহনপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু তাহের টিটু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ভূমি অফিসের প্রধান সহকারী জুয়েল আলীসহ অফিসের অন্য কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা।
শিবগঞ্জ
শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি জানান, ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শুরু হয়েছে ভূমি মেলা। গতকাল রোববার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি সংস্কার বোর্ড-ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী।